আফগানিস্তানের প্রসিদ্ধ কারি শায়খ বারকাতুল্লাহর ইন্তেকাল

5
আফগানিস্তানের প্রসিদ্ধ কারি শায়খ বারকাতুল্লাহর ইন্তেকাল

আফগানিস্তানের প্রসিদ্ধ কারি শায়খ বারকাতুল্লাহ সালিম ইন্তেকাল করেছেন। গত শনিবার (২৭ জানুয়ারি) কাবুলে ৭৩ বছর বয়সে তিনি মারা যান। এর আগে তিনি দীর্ঘ যাবত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে ধর্মীয় ব্যক্তিত্বরা গভীর শোক জানান।

মরহুমের আত্মীয় নাইম পাশা সিনভারি জানান, মৃত্যুর আগের সপ্তাহে তিনি পাকিস্তান সফর শেষে দেশে ফিরেন। আজ তিনি মারা গেলেন। তাঁর মৃত্যুতে কোরআনের শিক্ষার্থীরা গভীরভাবে শোকাহত।

Pop Ads

শায়খ বারকাতুল্লাহ সালিম ১৯৫১ সালে নানগারহার প্রদেশের দেহ বালা জেলায় জন্মগ্রহণ করেন।

নিজ পরিবারের কাছে তিনি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। মাত্র ৯ বছর বয়সে তিনি পবিত্র কোরআন হিজফ করেন।
বিভিন্ন সময়ে তিনি সৌদি আরব, মালয়েশিয়া, আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে ১২টি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নেন। এরপর মধ্যে ৮টি প্রতিযোগিতায় তিনি শীর্ষস্থান অধিকার করেন।

শায়খ বারকাতুল্লাহ ১৯৭৩ সাল থেকে রেডিও আফগানিস্তানের নিয়মিত কারি হিসেবে পবিত্র কোরআন তিলাওয়াত করেন। পাশাপাশি কাবুলের দারুল উলুম ও দারুল হিফজ নামে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। ফার্সি ও পশতু ভাষায় তাজবিদ বিষয়ে তাঁর দুটি গ্রন্থ রয়েছে।