আফগানিস্তানে একটি গাড়ি বোমা বিস্ফোরণে ১৭ জন নিহত

আফগানিস্তানে একটি গাড়ি বোমা বিস্ফোরণে ১৭ জন নিহত ছবি-সংগ্রহ

সুপ্রভাত বগুড়া (আন্তর্জাতিক): আফগানিস্তানে বৃহস্পতিবার একটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন।

পবিত্র ঈদুল আযহার প্রাক্কালে জনাকীর্ণ দোকান-পাটের কাছে এ বিস্ফোরণ ঘটানো হয়। সরকারি কর্মকর্তা ও হাসপাতাল সূত্র একথা জানায়।

Pop Ads

খবর এএফপি’র।লগার প্রদেশের পুলি আলাম নগরীর একটি হাসপাতালের সিনিয়র চিকিৎসক সাদিকুল্লাহ বলেন, ‘১৭ জনের লাশ এবং আহত ২১ জনকে আমাদের হাসপাতালে আনা হয়েছে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। তালেবান ও কাবুলের মধ্যে তিন দিনের অস্ত্রবিরতি শুরুর প্রাক্কালে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।

লগার প্রদেশের গভর্নরের মুখপাত্র দিদার লওয়াং বলেন, ‘জনাকীর্ণ স্থানে এটি ছিল একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা।

সেখানে আমাদের জনগণ ঈদুল আযহার কেনাকাটা করছিল।’বিস্ফোরণ স্থলে উপস্থিত থাকা জমশেদ আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, ‘গভর্নরের দপ্তরের কাছে এ বিস্ফোরণ ঘটে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ জঘন্য হামলার নিন্দা জানিয়েছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘বিদ্রোহীদের সাথে এ বিস্ফোরণের কোন সম্পর্ক নেই।’

উগ্রবাদী ইসলামিক স্টেট গ্রুপ বৃহস্পতিবারের এ হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি। উল্লেখ্য, তালেবান ও আফগান সরকার ঈদ উপলক্ষ্যে শুক্রবার থেকে তিন দিন অস্ত্রবিরতি পালনের ব্যাপারে সম্মত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here