ইশ্‌! যদি নয়নতারার জায়গায় আমি থাকতাম

94
ইশ্‌! যদি নয়নতারার জায়গায় আমি থাকতাম

অ্যাটলি কুমারের ‘জওয়ান’ মুক্তির পর নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী ঋদ্ধি ডোগরা। ছবিতে ডোগরার অভিনয় প্রশংসিত হয়েছে। তবে ‘জওয়ান’-এ নিজের চরিত্র নিয়ে অতৃপ্তি আছে। বরং দক্ষিণি নায়িকা নয়নতারার চরিত্রটি বেশি মনে ধরেছে তাঁর। ‘জওয়ান-যাত্রায়’ সব সময় মনে মনে আফসোস করেছেন, ‘ইশ্‌, এই চরিত্র যদি আমি করতে পারতাম!’

‘জওয়ান’ ছবিতে নয়নতারাকে শাহরুখ খানের প্রেমিকা নর্মদা রাইয়ের চরিত্রে দেখা গেছে। যিনি ছিলেন মূলত একজন এজেন্ট। আর এই ছবিতে ঋদ্ধি শাহরুখের মা (পালক) কাবেরী আম্মার চরিত্রে অভিনয় করেছেন ।

Pop Ads

ঋদ্ধি বলেছেন, ‘এ কথা আমি জোর দিয়েই বলছি, আমি যেকোনো চরিত্র সুন্দর করে মেলে ধরতে পারি। কারণ, আমি পরিচালকের বাধ্য অভিনেত্রী। আমি আমার অভিনীত চরিত্রটিকে নিয়ে প্রচুর পড়াশোনা করি। আর এমন কোনো চরিত্র নেই যে যাতে আমি অভিনয় করতে পারব না। আমাকে যা দেবেন, তা আমি করে দেখাব।

তিনি এ-ও যোগ করেন, ‘আমি ঠিক জানি না, নর্মদা চরিত্রটি আমি আরও ভালো করে তুলে ধরতে পারতাম কি না। আমি এর চেয়ে ভালো অভিনয় করতে পারতাম—এমনটি বললে অহংকারীর মতো শোনাবে।

আমি মনেপ্রাণে চাইতাম, নর্মদার চরিত্রে অভিনয় করতে। সেটে রোজ আমার মনের মধ্যে চলত যে ইশ্‌, আমি যদি নয়নতারার জায়গায় থাকতাম। আমাকে ভুল বুঝবেন না প্লিজ, আমি নয়নতারার চেয়ে ভালো অভিনয় করতে পারতাম, এসব কথা মোটেও বলতে চাইছি না। আসলে আমার অন্তরের ইচ্ছা ছিল যে নর্মদার চরিত্রে অভিনয় করার।’

অতৃপ্তি থাকলেও হতাশ নন ডোগরা; বরং কিং খানের এই ছবির অংশ হতে পেরে যারপরনাই খুশি ডোগরা। এই অভিনেত্রীর ভাষ্য, ‘এমন এক ছবিতে আমি কাজ করেছি, যা ইতিহাস লিখেছে। এই ছবির চূড়ান্ত সফলতায় আমি খুব খুশি। ছবিতে আমার চরিত্রটি ছোট হতে পারে; কিন্তু সবাই কাবেরী আম্মার চরিত্রটি দারুণ পছন্দ করছেন।’