‘ওর জীবনটা যেন আমার মতো না হয়’

6
ওর জীবনটা যেন আমার মতো না হয়’

দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন কণ্ঠশিল্পী সিঁথি সাহা। ২০২২ সালে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকেই চিকিৎসা নেন দেশের বাইরে। বর্তমানে ক্যানসার মুক্ত এই গায়িকা।

সিঁথির জন্য ২০২৩ সালটি স্মরণীয়। কারণ চলতি বছরই তিনি ক্যানসার মুক্ত হয়েছেন। তার চেয়ে বড় খুশির সংবাদ, ক্যানসার জয়ী সিঁথি মা হয়েছেন ২০২৩-এর নভেম্বরে। নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। মেয়ের নাম রেখেছেন সামারা জয়ী। স্বামী-সংসার নিয়ে বেশ সুখেই আছেন এই শিল্পী।

Pop Ads

সিঁথি সাহা বলেন, ‘আমার একমাত্র নিজের কেউ, আমার সাত রাজার ধন মানিক রতন, আমার কলিজা অবাক বিস্ময়ে সে সব দেখে, আমার সব কষ্ট চলে যায় ওর মুখের দিকে তাকালে। কেন যেন মনে হয় ও এখনই আমাকে বোঝে। জীবনে এখন ভালোবাসা বলতে শুধু ও। জীবনের সেরা বছর অনেক ধুলাময় ঝড়ের মাঝে আমার এক চিলতে বৃষ্টি ও, আমার জীবনে। হারিয়েছি কিন্তু পেয়েছি দ্বিগুণ।’

২০২৪ সালকে স্বাগতে জানিয়েছে এই গায়িকা বলেন, ‘ওর আছে আমি আর আমার আছে ও- এই আমাদের ২ জনের জীবন। ২০২৪ যেন অনেক বেশি আনন্দময় আমাদের জীবনে; যেন অনেক সমৃদ্ধময় হয়। আমার সোনামনিকে যেন একজন ভালোমানুষ হিসেবে গড়ে তুলতে পারি আমি। ওর জীবনটা যেন আমার মতো না হয়।’