গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭০৯!

সুপ্রভাত বগুড়া (জাতীয়): প্রাণঘাতি করোনা ভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (০৮ মে, সকাল ৮টা) সর্বোচ্চ ৭০৯ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ১৩৪ জন।

আর আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২০৬ জনে। নতুন করে ১৯১ জনসহ মোট সুস্থ হয়েছেন ২১০১ জন।

Pop Ads

আজ শুক্রবার (০৮ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ৭০৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৯৪১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ১১ হাজার ৪৫৪টি।

নতুন নমুনা পরীক্ষায় আরও ৭০৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৩৪ জন। আক্রান্তদের মধ্যে মারা  গেছেন আরও সাতজন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২০৬-এ।

 আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৯১ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন দুই  হাজার ১০১ জন।তিনি আরও বলেন, মারা যাওয়া সাত জনের মধ্যে পাঁচ জন পুরুষ ও দু’জন নারী।

তাদের মধ্যে একজনের বয়স ৯০ বছরের বেশি, দু’জনের ৭১-৮০ বছরের মধ্যে, দু’জনের ৬১-৭০ বছরের মধ্যে এবং ৫১-৬০ বছরের মধ্যে আছেন দু’জন।ডা. নাসিমা  সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১০৩ জন।

মোট আইসোলেশনে আছেন এক হাজার ৮৭৪ জন।গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এসেছেন দুই হাজার ৬১৯ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here