চলতি মাসের শেষের দিকে প্রাক মৌসুম ক্যাম্প শুরু করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া

সুপ্রভাত বগুড়া (খেলা-ধুলা): চলতি মাসের শেষের দিকে জাতীয় দলের প্রাক মৌসুম  ক্যাম্প  শুরু করতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ান গণমাধ্যম দ্য  সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান মেডিকেল অফিসার –

Pop Ads

ডা. জন অর্চার্ড এবং স্পোর্টস সাইন্স অ্যান্ড মেডিসিন বিভাগের প্রধান অ্যালেক্স কৌন্টুরিসের তত্ত্বাবধায়নে এই প্রশিক্ষণ ক্যাম্প চলবে।

দেশের ক্রিকেট ফিরিয়ে আনতে অস্ট্রেলিয়া সরকারেরগড়ে দেয়া একটি কমিটির অংশ হিসেবে কাজ করবেন তারা।

অন্যদিকে, ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও মাঠে ক্রিকেট ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে, স্পোর্টস সাইন্স অ্যান্ড মেডিসিন বিভাগের প্রধান কৌন্টুরিস জানিয়েছেন, প্রশিক্ষণের সময় নেটে সর্বোচ্চ তিনজন বল করবেন।

ক্রিকেটারদের নিরাপদ রাখতে এমন  সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here