গাইবান্ধা গোবিন্দগঞ্জে বারুনী মেলায় প্রকাশ্যে চলছে জুয়া প্রশাসন নিরব ভূমিকায়

গাইবান্ধা গোবিন্দগঞ্জে বারুনী মেলায় প্রকাশ্যে চলছে জুয়া প্রশাসন নিরব ভূমিকায়

মিজানুর রহমান (গোবিন্দগন্জ প্রতিনিধি): গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের পলুপাড়া নামক স্থানে প্রতিবছরের ন্যায় এবার বারুনী(স্নানের)মেলা বসেছে।এ মেলাকে উপলক্ষ করে করতোয়া নদীর দুই ধারে বসেছে জুয়ার আসর।

ফলে মেলায় আসা যুবক এবং ছোট ছোট স্কুল পড়ুয়া ছেলেরা জুয়ার খপ্পরে পরে সর্ব শান্ত হয়ে পড়ছে এবং জুয়ার প্রতি আসক্ত হয়ে হচ্ছে।এর ফলে তরুণ যুবকরা বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে দেশের উন্নয়নে বিঘ্ন ঘটছে।

Pop Ads

দেখা ১৯ মার্চ সকালে পলুপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষজন তাদেরকে পাপমুক্ত করার জন্য প্রতিবছরের ন্যায় এবারও করতোয়া নদীতে স্নান করে ঈশ্বরের নিকট প্রার্থনা করে,এবং নদীর দুই ধারে মেলার আয়োজন করে। এই মেলাকে উপলক্ষ করে নদীর দুই ধারে ঘিরনী, ডাবু ও তিন তাসের জুয়া খেলার আসর বসেছে।নেই কোন প্রশাসনিক তদারকি।

এ মেলায় জুয়ার আসরে  একজন আনসার সদস্য নুরুল ইসলাম হাতে লাঠি নিয়ে এক জুয়ার আসর খেলা থেকে আরেক খেলায় যাচ্ছে এবং পুরো মেলা ঘুরে বেড়াচ্ছে নেই কোন  আইনি ব্যবস্থা।