জয়পুরহাট আধুনিক হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত

জয়পুরহাট আধুনিক হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত। ছবি-রাসেল

সুপ্রভাত বগুড়া (এম রাসেল আহমেদ, জয়পুরহাট প্রতিনিধি): জয়পুরহাট আধুনিক হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় রোগীদের কল্যানে বিগত দিনের করার্যক্রম আগামীতে করনিয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

হাসপাতালে নতুন ডিজিটাল আলট্রাসনোগ্রাম যেখানে প্রতিদিন ৬০ টি করে আলট্রাসনোগ্রাম করছে,সকল প্রকার হরমোন জাতীয় পরিক্ষা যা আগে হতোনা,পাঁচ টি কিডনি ডাইলোসসের বেড চালু করন,আইসিইউ চালুর যথাযথ ব্যাবস্থা গ্রহন,আধুনিক যন্ত্রপাতি ক্রয়,এমবোল্যান্স ব্যাবস্থ আরো গতিশীল করন ও ঢাকা পর্যন্ত বহন,

Pop Ads

রিপ্রেজেন্টিভদের জন্য সপ্তাহে দুদিন বেলা ১টার পর সীমিত সময়ে জন্য ডাক্তারদের সাথে সাক্ষাৎ, সর্বক্ষনিক হাসপাতাল পরিচ্ছন্ন অভিযান, প্রতি বৃহস্পতিবার স্যাভলন,হুইল ও জীবানুনাষক দিয়ে হাসপাতাল পরিচ্ছন্ন,২৫০ সয্যায় দ্রুত তম  সময়ে উন্নতি করন সহ বহুবিদ বিষয়ে কর্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়।

যার মধ্যে বর্তমান চলমান কার্যক্রমকে আরো গতিশীল করার সিদ্ধান্ত  নেওয়া হয়। সভায় জেলা আধুনি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ ইমাম হাসিম,জেলা সমাজসেবা উপপরিচালক,সাবেক মেয়র মোঃ আব্দুল আজিজ মোল্লা, রাজা চৌধরী,

তিতাস মোস্তফা নিলুফা জহুর লিলি,চেম্বার অব কর্মার্সের সভাপতি আনু,মোঃ নূরুল আমিন,সভাপতি এ্যানজিও সমন্বয় পরিষদ, আলহাজ্ব রফিকুল আলম রফিক,সাধারণ সম্পাদক মটর শ্রমিক ইউনিয়ন, এ কে এম জোবাযের গালিব সাধারন সম্পাদক বিএমএ,সমাজ সেবা কর্মকর্তা শিরিন ডাক্তার প্রমুখ।