জয়পুরহাট ১৫ কেজি ওজনের  বিষ্ণু মূর্তি উদ্ধার !

জয়পুরহাট ১৫ কেজি ওজনের  বিষ্ণু মূর্তি উদ্ধার ! ছবি-রাসেল

সুপ্রভাত বগুড়া (এম রাসেল আহমেদ, জয়পুরহাট প্রতিনিধি): জয়পুরহাটের ক্ষেতলালে পুকুর খননকালে ১৫ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করে স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দিলে তা উদ্ধার করে থানায় নিয়ে যায়।

থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের গোতাহার গ্রামের স্থানীয় শ্রমিকরা মজিবর রহমান নামে এক ব্যক্তির পুকুর খনন করছিল। খননের সময় শ্রমিকরা মূর্তিটি পায়।

Pop Ads

পরে স্থানীয় লোকজন ক্ষেতলাল থানায় খবর দিলে পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানায় নেওয়ার পর মূর্তিটি স্থানীয় এক স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা করা হলে তিনি মূর্তিটি সাধারণ কালো পাথরের তৈরি বিষ্ণু মূর্তি বলে জানান।

ক্ষেতলাল থানার অফিসার (তদন্ত) আবু রায়হান জানান, কালো পাথরের একটি বিষ্ণু মূর্তি পাওয়া গেছে। মূর্তিটি কষ্টিপাথরের বলে ধারণা করা হলেও আসলে এটি কালো পাথরের তৈরি।