সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন ( এম,পি) এর মৃত্যু তে, নওগাঁ বদলগাঁছী আওয়ামী যুবলীগের পক্ষ থেকে গভির শোক প্রকাশ

সুপ্রভাত বগুড়া (বুলবুল, বদলগাছি নওগাঁ প্রতিনিধি): বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, প্রথম নারী স্বরাষ্ট্র মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন নওগাঁ বদলগাঁছী আওয়ামীলীগ যুবলীগ সভাপতি ও বদলগাঁছী উপজেলা ভাইস্ চেয়ারম্যান (মোঃ ইমামুল আল হাসান, তিতু) এক শোকবার্তায় যুবলীগ সভাপতি,( তিতু,) বলেন,

জাতির পিতার আদর্শের সৈনিক হিসেবে সাহারা খাতুন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন কাজ করে গেছেন এবং দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে আইনীসহ বিভিন্ন প্রকার সাহায্য-সহযোগিতা প্রদান করেছেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ নারী নেত্রীকে হারালো।

Pop Ads

বদলগাঁছী থানা যুবলীগ সভাপতি ( তিতু) মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বাংলা‌দে‌শের প্রথম ম‌হিলা স্বরাষ্ট্রমন্ত্রী‌, আওয়ামী লী‌গের বর্তমান প্রে‌সি‌ডিয়াম মেম্বার ও ঢাকা ১৮ আস‌নের সংসদ সদস্য এড‌ভো‌কেট সাহারা খাতুন থাইল্যা‌ন্ডের বাবরুনগ্রাড হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত সা‌ড়ে ১১টায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ২ জুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় সাহারা খাতুনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থার অবনতি হলে ১৯ জুন সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। এরপর তার অধিকতর উন্নত চিকিৎসার জন্য গত ৬ জুলাই চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ড নেয়া হয়।নওগাঁ বদলগাঁছী আওয়ামীলীগ যুবলীগের পক্ষ থেকে, শোক প্রকাশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here