ঝিনাইদহের ত্রিমহনী বাজারে নিম্ন মানের পাথর বালি দিয়ে ড্রেন নির্মাণের অভিযোগ

ঝিনাইদহের ত্রিমহনী বাজারে নিম্ন মানের পাথর বালি দিয়ে ড্রেন নির্মাণের অভিযোগ। ছবি-রাসেল
সুপ্রভাত বগুড়া (রাসেল আহাম্মেদ, ঝিনাইদহ): ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা ত্রিমহনী বাজারের পাশ দিয়ে পানি নিষ্কাষনের জন্য নির্মিত ড্রেনে নিম্ন মানের পাথর বালি ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে কাজের মান ও সিডিউল মিলিয়ে দেখা গেছে যে ধরণের পাথর ও বালি ব্যবহার করার কথা সেটা ব্যবহার না করে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হচ্ছে।
সিডিউলে বোল্টার ৩/৪ পাথর ও উন্নত মানের বালি ব্যবহার করার কথা থাকলেও সেখানে নিম্ন মানের চিপস, চকলেট পাথর ও ধুলাবালি ব্যবহার করা হচ্ছে।  স্থানীয়রা অনেকেই প্রতিবাদ জানালেও ঠিকাদারি প্রতিষ্ঠান ক্ষমতার বলে ওসবের তোয়াক্কা না করে কাজ চালিয়ে যাচ্ছেন।
ঘটনা স্থলে দুইবার খোজ করতে গেলেও ঠিকাদারকে পাওয়া যায়নি। শ্রমিকদের কাছ থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানের সঠিক ও নাম্বার না পাওয়ায় ঠিকাদারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here