ঠাকুরগাঁও জেলা রুহিয়ায় একসাথে ১৪জোড়া যৌতুক বিহীন বিয়ে

ঠাকুরগাঁও জেলা রুহিয়ায় একসাথে ১৪জোড়া যৌতুক বিহীন বিয়ে। ছবি-সজল

সুপ্রভাত বগুড়া (সজল আলী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি): রুহিয়ায় একই দিনে ১৪ জোড়া যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) খ্রিস্টান ধর্মের রীতিনীতি অনুসারে এই বিয়ে সম্পূর্ণ হয়েছে । পঞ্চগড়, ঠাকুরগাঁও, রুহিয়া ও আটোয়ারী সহ বিভিন্ন স্থান থেকে আসা নব দম্পতিদের রুহিয়া ক্যাথলিক চার্চের যাজক ফাদার অন্তনী সেন তাদের এ বিয়ে দেন।

পরে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের বিয়ে রেজিস্ট্রেশন করা হয়। উক্ত নব দম্পতিরা হলেন-ঠাকুরগাঁও সদর উপজেলার সন্তোষ দাসের সাথে ঠাকুরগাঁও সদর উপজেলার পাপড়ি অগাস্টিন, রুহিয়া মধুপুরের রাফায়েল দাসের সাথে আটোয়ারী উপজেলার কলি বোজলিন দাস, ঠাকুরগাও সদর উপজেলার লুকাশ দাসের সাথে আটোয়ারী উপজেলার আখি আগ্নেশ দাস, ঠাকুরগাঁও সদর উপজেলার মাইকেল রায়ের সাথে ঠাকুরগাঁও সদর উপজেলার স্বপ্না লেট্রিশিয়া দাস,

Pop Ads

আটোয়ারী উপজেলার সুজন পোল দাসের সাথে আটোয়ারী উপজেলার স্মৃতি দাস, আটোয়ারী উপজেলার মিখায়েল আষারু এর সাথে আটোয়ারী উপজেলার বনা যাচিন্তা দাস,সদর উপজেলার মানুয়েল দাসের সাথে সদর উপজেলা শিউলি দাস এবং আটোয়ারী উপজেলার সুজন জেমস দাসের সাথে বালিয়াডাঙ্গী উপজেলার শম্পা যাচিন্তা দাস,ঠাকুরগাঁও সদর উপজেলার জীবন মাইকেল দাসের সাথে আটোয়ারী উপজেলার ইতি দাস,

ঠাকুরগাঁও সদর উপজেলার রাফায়েল দাসের সাথে আটোয়ারী উপজেলার লিপি দাস, আটোয়ারী উপজেলার গাব্রিয়েল কৈলাস দাসের সাথে ঠাকুরগাঁওয়ের জনতা যোসপিনা দাস, ঠাকুরগাঁও সদর উপজেলার স্বপন দাসের সাথে আটোয়ারী উপজেলার রুমি দাস, আটোয়ারী উপজেলার প্রফুল্ল দাস সাথে পঞ্চগড় জেলার রনিতা দাস,বরিশাল জেলার সুমন মন্ডল সাথে আটোয়ারী উপজেলা পূর্ণিমা দাস।

এ ব্যাপারে রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মযাজক ফাদার অন্তনী সেন বলেন, সোমবার ১৪ জোড়া সম্পন্ন করা হয়। খ্রিস্টান সম্প্রদায়ের এসব বিয়ে যৌতুকবিহীন। কন্যা প্রাত্রস্থ করতে গিয়ে উভয়ের কোন অভিভাবককে যৌতুকের দায় বহন করতে হয় না। আমি তাদের জীবনের সফলতা কামনা করছি।