ন্যাশনাল ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান বেড়েছে তিন গুণ

65
ন্যাশনাল ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান বেড়েছে তিন গুণ

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) চলতি ২০২৩ হিসাব বছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি সমন্বিত লোকসান তিন গুণ বেড়েছে। ব্যাংকটির তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের তিন প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৩ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১১ পয়সা (পুনর্মূল্যায়িত)। সে হিসাবে তিন প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৩ দশমিক ১৪ গুণ। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ৫৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৫৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৯ টাকা ৩৯ পয়সা।

Pop Ads

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে কোনো লভ্যাংশ সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এনবিএলের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১০ টাকা ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় ছিল ১২ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকায়।