পাকিস্তানে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১১ জনের মৃত্যু !

পাকিস্তানে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১১ জনের মৃত্যু !

উত্তর-পশ্চিম পাকিস্তানে পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গিয়ে একটি পর্যটকবাহী গাড়ি গিরিখাদে পড়ে গেছে। এতে অন্তত ১১ জন পর্যটক নিহত এবং দুজন গুরুত্বর আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ জুলাই) খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার গাবিন জাব্বার কাছে নৈসর্গিক লালকো উপত্যকায় এ ঘটনাটি ঘটে। এ দিন পর্যটকদের বহনকারী গাড়িটি পিছলে গিয়ে গভীর খাদে পড়ে যায়।

Pop Ads

ইতোমধ্যে নিহত ১১ জনকে চিহ্নিত করা গেছে। তারা সোয়াত উপত্যকার মাট্টা তহসিলের বাসিন্দা। যারা একটি ভ্রমণের পর বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।

এদিকে, আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক এবং স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং দুই আহতদের দ্রুত চিকিৎসা সুবিধা প্রদানের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

দুর্বল সড়ক অবকাঠামো এবং ট্রাফিক আইনের প্রতি অবজ্ঞা, সেই সঙ্গে দুর্বল রক্ষণাবেক্ষণ করা যানবাহনের কারণে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা পাকিস্তানে প্রায় দেখা যায়। সূত্র: এনডিটিভি