প্রতিহিংসা নয় প্রতিযোগীতার মধ্য দিয়েই সোনারবাংলা গড়া সম্ভব-সিজার

সুপ্রভাত বগুড়া (তানজিদ ইসলাম): বগুড়ায় কেরাম টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালেশহরের ছিলিমপুর উত্তরপাড়া শহীদ যুব সংঘের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।ছিলিমপুর উত্তরপাড়া শহীদ যুব সংঘের সভাপতি মো. মনির হোসেন কাফির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ-যুব কমিটিবগুড়া জেলা শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি রাকিব উদ্দিন প্রাং সিজার।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন: ‘প্রতিহিংসা নয় প্রতিযোগীতার মধ্য দিয়েই সোনারবাংলা গড়া সম্ভব’। তিনি আরও বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষাপেতে খেলা-ধুলার বিকল্প নাই। খেলাধুলা যুব সমাজকে মাদকের হাত থেকে দুরে রাখে। নিয়মিত ক্রীড়া চর্চার মাধ্যমে শরীর মন দুটোই ভালো থাকে।

Pop Ads

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে ক্রীড়াঙ্গনে ব্যাপক ভূমিকা রেখেছেন।খেলাধুলার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের দরবারে সুনাম অর্জন করেছে। তাই তিনিপ্রতিটি পাড়া-মহল্লার যুব সমাজকে বেশি বেশি খেলাধুলা করার আহব্বান জানান। সংগঠনের সেক্রেটারী মো. নাদিম হোসেন নিহালের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. রেজাউল করিম রতন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মজিদ পশারী, ১৪নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোজাম্মেল হক মোজাম, ১৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী  এম.আর ইসলাম রফিক, জাতীয় শ্রমিক লীগ-যুব কমিটি জেলা শাখার সহ-সভাপতি ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম মিঠু, ।

এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ-যুব কমিটি জেলা শাখার যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, রাকিব মাহমুদ রাখি, রবিউল ইসলাম রবি, মোয়াজ্জিম, বাবু, আল- আমিন, তানজিদ, সংগঠনের সদস্য রনি, আল-আমিন, নিরব সহ প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here