বগুড়ায় তিনমাথা রেলগেটে উত্তরবঙ্গ ইল-ফিস (মৎস্য) ব্যবসার আড়ালে রমরমা মাদক ব্যবসা ! পুুলিশি অভিযানে আটক ৩ !

অদ্য ১১-০৯-২০২০ইং রাত্রী অনুমানিক ৩:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার এস আই মো: নূর আমিন সঙ্গীয় ফোর্স সহ বগুড়া সদর থানাধীন তিনমাথা রেলগেট হইতে ১০০গজ পশ্চিমে রেল লাইনের উত্তরে দুই ভাই সুপার মার্কেট এর উত্তরবঙ্গ ইল-ফিস (মৎস্য) ব্যবসায়ী মালিক সমিতির অফিসের ভেতরে তল্লাসী চালিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে মজুতকৃত গাঁজা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেন।-সুপ্রভাত বগুড়া

স্টাফ রিপোর্টার : বগুড়ায় তিনমাথা রেলগেট পুরান বগুড়ায় উত্তরবঙ্গ ইল-ফিস (মৎস্য) ব্যবসার আড়ালে রমরমা মাদক ব্যবসার অভিযোগে পুুলিশি অভিযানে গাঁজা সহ তিনজনকে আটক করা হয়েছে।

জানা গেছে, বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় যুব উন্নয়ন একাডেমীর প্রাচীর সংলগ্ন সরকারী সিএমবির জায়গা দখল করে বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের পালশা গ্রামের মাদক কারবারি রফিকুল ইসলাম অপু দির্ঘ্যদিন যাবত উত্তরবঙ্গ ইল-ফিস (মৎস্য) ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছে।

Pop Ads

অদ্য রাত্রী অনুমানিক ৩:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর থানার এস আই মো: নূর আমিন সঙ্গীয় ফোর্স সহ বগুড়া সদর থানাধীন তিনমাথা রেলগেট হইতে ১০০গজ পশ্চিমে রেল লাইনের উত্তরে দুই ভাই সুপার মার্কেট এর উত্তরবঙ্গ ইল-ফিস (মৎস্য) ব্যবসায়ী মালিক সমিতির অফিসের ভেতরে তল্লাসী চালিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে মজুতকৃত গাঁজা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেন।

আটককৃত মাদক ব্যবসায়ী ১। বলরাম টুডু (৪০), পিতা: ললিত টুডু, স্থায়ী ঠিকানা সাং- মাহালিপাড়া চন্দ্রাহাট, থানা: পীরগঞ্জ, জেলা : রংপুর। ২। শ্রী চঞ্চল কুমার (৩৫), পিতা: শ্রী উকিল চন্দ্র, সাং- হাটলাল রনবাঘা, উপজেলা: নন্দীগ্রাম, জেলা: বগুড়া ও ৩। আল ব্রেকুস (৫০), পিতা: মৃত- আল লুচানু, সাং- বাসুদেবপুর, থানা: পীরগঞ্জ, জেলা: রংপুর।

আটকের সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রফিকুল ইসলাম অপুর নেতৃত্ত্বে এবং তত্বাবধানে তিনমাথা রেলগেট ও আশ পাশের  এলাকায় মাদক ব্যবসা করে বলে জন সম্মুখে স্বীকার করেছে।

এদিকে বগুড়া সদর থানার এস আই মো: নূর আমিন সুপ্রভাত বগুড়া নিউজকে জানান, অসামীদেরকে থানা হেফাজতে নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রোজ্জু করা হয়েছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here