বগুড়ায় নতুন করে শিশু সহ ৩৫ জনের করোনা শনাক্ত মোট- ৩৯২ ও মৃত্যু -১

সুপ্রভাত বগুড়া (পারভেজ ইসলাম সাদ্দাম): বগুড়ায় নতুন করে শিশু সহ ৩৫ জনের শরীরে শনাক্ত। এদের মধ্যে পুরুষ-২৮ জন, মহিলা-৮ জন এবং শিশু একজন।

আজ (১ জুন) রাতে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমন তুহিন বিষয়টি
নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় আক্রান্ত সংখ্যা ৩৯২ জনে দাঁড়াল।

Pop Ads

এদের মধ্যে ২০ জন সুস্থ হওয়ায় এখন ৩৭১ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদের মধ্যে সদরে ২০ জন, সারিয়াকান্দির ৬ জন, শাজাহানপুরের ৪ জন, গাবতলী ২
জন, কাহালু, নন্দীগ্রাম ও শেরপুরে একজন করে রয়েছেন।

সদরের মধ্যে মালগ্রাম, জলেশ্বরীতলা, কলোনী, শিববাটি, সাবগ্রাম, মালতীনগর,
নারুলী, সুত্রাপুর, আটাপাড়া, হাকিড় মোড়।

ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন জানান, শহীদ জিয়াউর
রহমান মেডিকেল কলেজ থেকে আমাদের আজ ১৮৮ টি ও টি এম এস সের ২০ টি নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে তার মধ্যে বগুড়ায় ৩৫ টি পজিটিভ এসেছে।

তিনি আরও বলেন, নতুন আক্রান্ত রোগীদের এখন বাড়িতে রেখেই চিকিৎসা প্রদান করা হবে। কারও অবস্থা জটিল মনে হলে মোহাম্মাদ আলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here