বগুড়া আদমদীঘিতে দুই ভাই মৎস্য হ্যাচারি তে ভ্রাম্যমান আদালতের অভিযান

বগুড়া আদমদীঘিতে দুই ভাই মৎস্য হ্যাচারি তে ভ্রাম্যমান আদালতের অভিযান।
সুপ্রভাত বগুড়া (শিমুল  হাসান , আদমদিঘী, বগুড়া প্রতিনিধি): বগুড়ার আদমদীঘিতে মাছের রেনু পোনা উৎপাদনের জন্য হ্যাচারী তৈরী করে ব্যবসা পরিচালনা করার পরও সরকারী নির্দ্দেশনা শর্তেও হ্যাচারীর লাইসেন্স না করার অপরাধে দুই ভাই মৎস্য হ্যাচারী মালিকের ২৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কশিশনার (ভূমি) মাহবুবা হক এই জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, বৃহস্প্রতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত টিম আদমদীঘি উপজেলা সদরের শিয়ালসন এলাকায় অবস্থিত হ্যাচারী মালিক মাসুদ রানার দুই ভাই মৎস্য হ্যাচারীর লাইসেন্স না করার অপরাধে ২৫হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল ও ক্ষেত্র সহকারী নূরনবী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here