বগুড়ায় অবশেষে মারা গেলেন সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবকলীগ নেতা অরেঞ্জ !

বগুড়ায় অবশেষে মারা গেলেন সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবকলীগ নেতা অরেঞ্জ !

স্টাফ রিপোর্টার : বগুড়ায় সন্ত্রাসীদের গুলিতে আহত স্বেচ্ছাসেবকলীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জ (২৫) মৃত্যুবরণ করেছেন।

টানা ৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সোমবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে (আইসিইউ) তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Pop Ads

জানা যায়, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক অরেঞ্জ বগুড়া শহরের মালগ্রাম দণিপাড়ার রেজাউল ইসলামের ছেলে।

উল্লেখ্য গত ২ জানুয়ারি রবিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মালগ্রাম ডাবতলার মোড়ে সন্ত্রাসীদের গুলিতে তিনি গুরুতর আহত হন অরেঞ্জসহ একই এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে আপেল।

এদের মধ্যে গুরুতর আহত অরেঞ্জকে (শজিমেক) হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) হয়। সেখানেই তিনি গত ৮দিন চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় আহত আপেল নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে এ ঘটনায় ৩ জানুয়ারি বগুড়া সদর থানায় সাতজনের নাম উল্লেখ করে মোট ১২ জনের বিরুদ্ধে মামলা করেন অরেঞ্জের স্ত্রী স্বর্নালী আক্তার।

পরে গত বৃহস্পতিবার রাতে মামলার ৭ নম্বর আসামী টিপুকে গ্রেফতার করে পুলিশ। বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, অরেঞ্জ মারা গেছেন।

তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। আর এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।