বগুড়ায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চতুর্থ শ্রেনীর ছাত্রীর মৃত্যু !

সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব ): বগুড়ার ধুনটে মোবাইল ফোনের চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আইরিন আক্তার (১০) নামে চতুর্থ শ্রেনীর এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত শিশুটি উপজেলার নিমগাছী ধলিপাডা গ্রামের আনিছুর রহমানের মেয়ে এবং নিমগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী। আজ শনিবার ১১ জুলাই এ ঘটনা ঘটে এবং ধুনট থানার এসআই নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Pop Ads

নিহত আইরিন আক্তার এর পরিবার জানায়, মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য বিদ্য্যুৎ সঞ্চালন সংযুক্ত মাল্টি ফ্ল্যাগে চার্জার সংযোগ দিতে গিয়ে অসাবধান বশঃত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটে পরে।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here