বগুড়ায় যুবলীগ-স্বেচ্ছাসেবকলীগ সংঘর্ষ, সভাপতি ভিপি শাহিনের গাড়ি ভাংচুর, পুলিশের গুলি !

বগুড়ায় যুবলীগ-স্বেচ্ছাসেবকলীগ সংঘর্ষ, সভাপতি ভিপি শাহিনের গাড়ি ভাংচুর, পুলিশের গুলি ! ছবি-ওহাব

সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব বগুড়া): বগুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ধাওয়া-পাণ্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে ও লাঠিচার্জ করে। আজ শনিবার সন্ধ্যায় বগুড়া কাহালু উপজেলার পৌর মঞ্চে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় অন্ততঃ ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল থেকে কাহালু উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছিল। সন্ধায় সংগঠনটির উপজেলা কমিটি গঠনের প্রস্তুত নেওয়া হচ্ছিল। ওই সময় পদ নিয়ে দুই গ্রুপের মধ্যে শুরু হয় হট্টগোল। এক পর্যায়ে তাদের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। ওই সময় জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

Pop Ads

সংঘর্ষের এক পর্যায়ে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগে সভাপতি মজিবর রহমান মজনু। তার উপস্থিতিতেই জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীনের গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এ সম্পর্কে জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের স্বেচ্ছাসেবক লীগের মধ্যে কোনো কোন্দল নেই। সম্মেলনের শেষ পর্যায়ে উপজেলা যুবলীগের সভাপতি পিএম বেলালের নির্দেশে আমাদের উপর হামলা চালানো হয়।

ওই সময় আমাদের ওপর পাথর নিক্ষেপ করে যুবলীগ নেতারা।’ আর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী টনি মুঠোফোনে বলেন, যুবলীগ ওই সম্মেলনে হামলা চালায় নি। বিচ্ছিন্নভাবে যুবলীগের কিছু নেতা-কর্মী ওই ঘটনায় জড়িত থাকতে পারেন। কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আমরা শর্টগানের ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছি।’ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছা সেবকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু,

জেলা আওয়ামী লীগ বগুড়ার সাবেক দপ্তর সম্পাদক জাকির হোসেন নবাব, কাহালু উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র হেলাল উদ্দিন কবিরাজ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ প্রমুখ।