বগুড়ায় সাংস্কৃতিক কর্মীদের মাঝে প্রধান মন্ত্রী’র উপহার প্রদান করেন- ডিসি জিয়াউল হক

বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়া’য় কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে ক্ষতিগ্রস্থ ১১৭ জন সাংস্কৃতিক কর্মীকে প্রধানমন্ত্রী উপহার তুলেদেন। ছবি-হেলাল

স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক গতকাল বুধবার বেলা ৩:০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়া’য় কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/ চলাচলে বিধি-নিষেধ আরোপ করায় ক্ষতিগ্রস্থ ১১৭ জন সাংস্কৃতিক কর্মীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার (জনপ্রতি ৫০০ টাকা অর্থ সহায়তা) প্রদান করেন।

সাংস্কৃতিক কমীদের ভিতর ছিলেন নাট্যশিল্পী ,ঢুলি, বাউল, তবলা .বাদক ,আবৃত্তি, শিল্পী ,চিত্রশিল্পী, নৃত্যশিল্প,ী সংগীত ,শিল্পী ,শিশুশিল্পীসংগীত. প্রশিক্ষক কবি।

Pop Ads

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিসি জি এম রাশেদুল ইসলাম,বগুড়া সম্মিলিত সাংস্কৃকি জোটের সভাপতি তৌফিক হাসান ময়না,সাথারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, এইচ আলিম।