বগুড়ায় ৪ এপিবিএন এর মাদক বিরোধী অভিযানে ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ০১

বগুড়ায় ৪ এপিবিএন এর মাদক বিরোধী অভিযানে ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ০১

অদ্য ১৭অক্টোবর ২০২২ খ্রি. ১৫.৪৫ ঘটিকার সময় রাজশাহী জেলার চারঘাট মডেল থানাধীন ইউসুফপুর কারিগরপাড়াস্থ জনৈক মোঃ হারুন এর মার্কেট এর সামনে পাকা রাস্তার উপর হইতে ২৫ (পঁচিশ) বোতল ভারতীয় তৈরি আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল পাওয়া যায়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা।

আসামী ১। মোঃ জিয়াউর রহমান রান্টু(৩৫), পিতা-মোঃ জাহাঙ্গীর হোসেন, মাতা- মোছাঃ জিন্নাতুন বেগম, সাং-ইউসুফপুর(পশ্চিমপাড়া), থানা-চারঘাট, জেলা-রাজশাহীকে গ্রেফতার করা হয়।

Pop Ads

৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা এর নির্দেশে সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ তৌফিকুল ইসলাম এর তত্ত¡াবধানে,

এসআই (নিঃ) উৎপল কুমার সরকার নের্তৃত্বে সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ সিরাজুল ইসলাম, কং/মোঃ রিপন মিয়া, কং/মোঃ মানিক মিয়া, কং/মোঃ শারাফাত হোসেন, কং/মোঃ শাহিন আলম এবং নারী কং/দীপা রায় এর সহায়তায় উক্ত অভিযানটি সফলভাবে পরিচালিত হয়।

এ সংক্রান্তে রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের আইনের ২৫(ই) এর ১(ই) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।