বগুড়া সদরের ৩টি ইউপিতে গরীব ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ

সুপ্রভাত বগুড়া (এ কে দিপংকর, বগুড়া সদর প্রতিনিধি): সামনে ঈদ উল আযহা। সারাদেশে চলছে ভিজিএফ এর চাল বিতরণ চলছে। বগুড়া সদরের ৩টি ইউপিতে প্রধান মন্ত্রীর উপহার ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে। বৃস্পতিবার সকালে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন পরিষদ চত্বরে ১হাজার ৮শত ৮৬জন গরীব ও অসহায় মানুষের মাঝে চাল বিতরণ কার্যক্রমে উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
এ সময় উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনির, ট্যাগ অফিসার সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঃ ওহাব, ইউপি সচিব আঃ রশিদ, ইউপি সদস্য জহুরুল ইসলাম, ফিরোজ আল মামুন, মোজাফ্ফর হোসেন, লাল মিয়া, শহিদুল ইসলাম নান্টু, শাজাহান, সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা, স্বপনা, কোহিনুর বেগম।
বিতরনের পূর্বে সুবিধা ভোগীদের উদ্দেশ্যে চেয়ারম্যান সফিক বলেন, করোনা সংকট মোকাবেলায় সাহসী ভূমিকাই একমাত্র পথ, সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতে হবে। সর্বদা মাস্ক ব্যবহার করুন। পাশাপাশি সরকারের সকল স্বাস্থ্য বিধি ও বার বার হাত ধৌত করার আহবান জানান। প্রতিজনকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
নুনগোলা ইউপিতে ২ হাজার ৫শত ৩৯জনের মাঝে প্রধান মন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরন করেন ইউপি চেয়ারম্যান আলিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ার চেয়ারম্যান বেলাল হোসেন, আঃ হান্নান, ট্যাগ অফিসার শফিকুল ইসলামসহ সকল ইউপি সদস্য বৃন্দ। লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে পীরগাছায় পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে গরীব ও অসহায়দের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ, ট্যাক অফিসার খালেদ হাসান, ইউপি সদস্য এনামুল হক উকিল, সিরাজুল ইসলাম, আঃ সামাদ, আলআমিন, আলী হাসান, তাজুল ইমলাম, নান্টু মিয়া,রুবেল সাকিদার, মকবুল হোসেন,সচিব শামীমা আক্তার, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তি বর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here