বগুড়া সদরে পুর্ব শত্রুতার জের ধরে আবাদী জমির চারা মই দিয়ে নষ্ট করার অভিযোগ

বগুড়া সদরে পুর্ব শত্রæতার জের ধরে আবাদী জমির চারা মই দিয়ে নষ্ট করার অভিযোগ। ছবি-হেলাল

সুপ্রভাত বগুড়া (আবু সাঈদ হেলাল): বগুড়া সদরে পুর্ব শত্রæতার জের ধরে আবাদী জমির চারা মই দিয়ে নষ্ট করার অভিযোগে বগুড়া সদর থানায় ৬জনের নাম উল্লেখ করে লিখিতদ অভিযোগ দায়ের করা হয়েছে। সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকধোনাই পুর্ব পাড়া এলাকার মৃত আব্দুর রহিম সাকিদারের পুত্র ফেরদৌস আহম্মেদ সাকিদার এ অভিযোগটি দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, বাদির চকধোনাই মৌজার ক্রয়কৃত ও দখলকৃত ৭৮ শতক জমি যার জেএল নং-১০৮, খতিয়ান নং-৪৩,দাগ নং-৩৮৩, বাদি দীর্ঘ দিন যাবত ভোগ দখল করে আসছিলেন, এর ১২ শতক জমিতে বাদি ধানের চারা রোপন করেছিলেন।

Pop Ads

কিন্তু হঠাৎ করে একই এলাকার মৃত ছমির উদ্দিন সরকারের পুত্র নুরুল হুদা সাকিদার, মোশারফ হোসেন সাকিদার, মুনছুর রহমান, মাসুম সাকিদার মেনহাজুল ইসলাম এবং সামছুল হুদার পুত্র আনিছুর রহমান সহ আরো অজ্ঞাত আসামীরা…

গত ১১/০২/২১ইং তারিখ মধ্য রাতে বাদির জমি ঘেরাও করা বাশেঁর বেড়া ভেঙ্গে ফেলে এবং রোপনকৃত জমিতে মই দিয়ে ধানের চারাগুলো নষ্ট করে ফেলে। এছাড়াও পারিবারিক কবরস্থানের ঘেরাও করা বাশেঁর বেড়া ভেঙ্গে ফেলে দিয়ে বিবাদিরা পালিয়ে যায়।