বগুড়া সদর থানা পুলিশ ইজিবাইক হস্তান্তর করল প্রকৃত মালিকের কাছে

স্টাফ রিপোর্টার: আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির থানা চত্বরে ইজিবাইকের প্রকৃত মালিক শহিদুলের কাছে হস্তান্তর করেন। বগুড়া সদর থানা পুলিশ সুত্রে জানা যায়, গত ৮ জুলাই ইজিবাইক চোর চক্রের ১১ জনকে আটক করে এবং বগুড়া, রংপুর ও দিনাজপুর থেকে ৪টি ইজিবাইক ও ২টি মোটর সাইকেল উদ্ধার করে।
সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) হাসান জানান, আমরা এখন অভিযান অব্যাহত রেখেছি ইজিবাইক ও মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে। সংঘবদ্ধ চক্রটি আইনের আওতায় আনার আগ পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ূন কবির জানান, উদ্ধারের পর থেকে আমরা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করছি। বুধবার  সিংড়ার শহিদুল ইসলামের কাছে উদ্ধার হওয়া ব্যাটারি চালিত ইজিবাইকটি হস্তান্তর করা হলো। উদ্ধার প্রতিটি সবগুলো ইজিবাইক ও মোটরসাইকেল প্রকৃত মালিকদের কাছেই হস্তান্তর করা হবে।
তিনি আরও বলেন, মোটর সাইকেল ও ইজিবাইক চুরির সাথে সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। তাদের ধরতে বগুড়া সদর পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here