বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন 

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও মানববন্ধন । ছবি-সজল

সুপ্রভাত বগুড়া (সজল আলী   ঠাকুরগাঁও জেলা  প্রতিনিধি): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর ও অবমাননার বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ  ইউনিট কমন্ডের আয়োজনে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২২ডিসেম্বর)শহরের চৌরাস্তায় “মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক বারবার” এই শ্লোগানে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত  মানববন্ধন ও প্রতিবাদ সভায় ঠাকুরগাঁও জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা আ’লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আ,স,ম গোলাম ফারুক রুবেল, মুক্তিযোদ্ধা বিষয়ক  সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী,

Pop Ads

জেলা মুক্তযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মন্টু দাস, বীর মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সরকার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।

সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানানো হয়। সেই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর কারিদের জন্য আইন প্রনয়নের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন বক্তারা।