বদলগাছীতে র‌্যাব কর্তৃক উদ্ধারকৃত প্রাচীন মুদ্রা ঐহাসিক পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর

সুপ্রভাত বগুড়া (বুলবুল আহম্মেদ, ( বুলু)(বদলগাছী, নওগাঁ): নওগাঁর বদলগাছী উপজেলার ঐ হাসিক পাহাপুর ইউনিয়নের গোয়াল ভিটা গ্রামের জনৈক আনোয়ার হোসেনের বসত বাড়িতে ব্রিটিশ ভারতীয় মৃদ্রা (কয়েন) আছে বলে, অবগত হন জয়পুরহাট র‌্যাব কোম্পানী কমান্ডার।

উক্ত মুদ্রা গুলো প্রাচীন প্রত্নতাত্বিক নিদর্শন ও ইতিহাস সংরক্ষনে গত 6/4/2021 ইং তারখে রোজ মঙ্গলবার অানুমানিক সন্ধ্যায় ৭ টায় র‌্যাব কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক এর নেতৃত্বে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ঐহাসিক পাহাড় পুর গোয়াল ভিটা গ্রামের আনোয়ার হোসেনের বাড়ি থেকে ঐ গ্রামের জনৈক সাগর হোসেনের সহযোগিতায় ১৯ টি প্রাচীন মুদ্রা (কয়েন) উদ্ধার করে জয়পুরহাট র‌্যাব।

Pop Ads

এবিষয়ে বদলগাছী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। বুধবার বেলা ২ টার সময় ঐহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার কাস্টোডিয়ান ফজলুল করিম এর মাধ্যমে প্রাচীন মুদ্রা গুলো ঐহাসিক পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর করা হয়ছে।