ভাত না থাকলি ঘুমও আসে না’

7
ভাত না থাকলি ঘুমও আসে না'

বসুন্ধরা শুভসংঘের কাফরুল থানা শাখার আয়োজনে অসহায় এক রিকশাচালককে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর কাফরুলে অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলে রিকশাচালক আলী আকবর মিয়ার হাতে সাত দিনের খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, চিড়া ও মুরগির মাংস। অসহায় রিকশাচালকের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।

Pop Ads

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কাফরুল থানা শাখার সদস্য মোমতারিন জামান, নাবিলা ইসলাম জেরিন, মাহাদি মোস্তফা, আলিফ বিন জামান প্রমুখ।
খাদ্যসামগ্রী পেয়ে আবেগাপ্লুত আলী আকবর মিয়া বলেন, ‘বাড়ির সবাইরে নিয়ে তিনবেলা ঠিকমতো খাওয়ার জন্যি দিন-রাইত রিকশা চালাই। ইনকাম কোনোদিন ভালো হয়, আবার কোনোদিন এহেবারেই (একেবারে) কম। কয়েকদিন ধইরে অনেক বেশি ঠাণ্ডা পড়ার কারণে রিকশাডা নিয়ে বাইর হই নাই।

হাত-পা ঠাণ্ডায় জইমে যায়। রিকশা নিয়ে বাইর হই নাই জন্যি দুইদিন রাততিরির (রাতের) বেলা খাবারও জুটি (জোটে) নাই।
তিনি আরো বলেন, ৱশীতির (শীতের) রাইত অনেক বড় রাইত। প্যাটে ভাত না থাকলি ঘুমও আসেনা, রাইতও শেষ হয়না।

সকালের আলো ফুটতিই (ফুটতে) রিক্সাডা নিয়ে বাইর হইছি। কিন্তু প্যাটে তো ভাত নাই! তাই মাথাডাও ঘুরতিছেল। আর আমার এই সমস্যার মধ্যিই (মধ্যে) আপনারা এই খাবারগুলো দেলেন। এহন বাসার সবাইরে নিয়ে কয়ডা দিন ভালোমতন খাতি (খেতে) পারব।’