ভারতের তেলঙ্গানা রাজ্যে দুই হাজারের বেশি করোনা রোগী নিখোঁজ

ভারতের তেলঙ্গানা রাজ্যে দুই হাজারের বেশি করোনা রোগী নিখোঁজ ছবি-সংগ্রহ

সুপ্রভাত বগুড়া (আন্তর্জাতিক): ভারতের দুই হাজারের বেশি করোনা রোগী নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটেছে দেশটির তেলঙ্গানা রাজ্যে।

রাজ্যের স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গেল ১০ দিনে তেলেঙ্গানায় কোভিড রিপোর্ট পজিটিভ আসা ২ হাজারের বেশি মানুষকে খুঁজে পাচ্ছে না।

Pop Ads

এতে গতকাল বৃহস্পতিবার একটি বিবৃতি দেয় রাজ্য প্রশাসন। খবর আনন্দবাজার পত্রিকা’র।

দফতরের বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারি হাসপাতাল ও অন্যান্য পরীক্ষা কেন্দ্রে গত ১০ দিন ধরে চলা র‌্যাপিড টেস্টে দু’হাজারেরও বেশি জনের পজিটিভ ফল আসে।

ওই সব রোগীরা টেস্টের সময় ভুল (মিথ্যা) ফোন নম্বর দিয়েছিলেন। অনেকে তাদের বাড়ির ঠিকানাও ভুল দিয়েছিলেন। এখন স্বাভাবিকভাবেই তাদের খোঁজ মিলছে না।

মূলত সামাজিকভাবে বিচ্ছিন্ন হওয়ার ভয় থেকেই রিপোর্টে মিথ্যা তথ্য দিয়েছিলেন এসব রোগীরা। এমনটাই ধারণা কর্তৃপক্ষের।

বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ডিএস লোকেশ কুমার।

উল্লেখ্য, করোনায় আক্রান্তের দিক দিয়ে দেশটির বিশ্বে ভারতের অবস্থান এখন তৃতীয়তে। এদিকে গত কয়েক দিন ধরেই হায়দরাবাদসহ তেলঙ্গানায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় সেই রাজ্যে এক হাজার ৬৭৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে তেলঙ্গানা স্বাস্থ্য দফতর।

এখন পর্যন্ত সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। এতে মারা গেছেন ৩৯৬ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here