রামগড়ে মাছের পোনা অবমুক্ত করণ ও উপকরন বিতরণ

রামগড়ে মাছের পোনা অবমুক্ত করণ ও উপকরন বিতরণ। ছবি-এমদাদ
সুপ্রভাত বগুড়া (এমদাদ খান, রামগড় খাগড়াছড়ি): জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উপলক্ষে ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির জেলার রামগড়ে মাছের পোনা অবমুক্তকরণ ও চাষীদের মাঝে উপকরণ বিতরন করা হয়েছে।
রোববার সকাল ১১ টা দিকে রামগড় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত ও ছয়জন মৎস্য চাষীদের মাঝে ১০ কেজি জিওলাইট বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার আ,ন,ম,বদরুদ্দোজা।
এ সময় রামগড় উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, রামগড় ২নং পাতাচড়া ইউনিয়ন চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, রামগড় উপজেলা প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তা , সাংবাদিক ও মৎস্য চাষীগণ উপস্থিত ছিলেন।
স্বাধীনতা উত্তর বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই মৎস্যখাতের ক্রমবিকাশের সূচনা হয়েছিল উল্লেখ করে রামগড় উপজেলা নির্বাহী অফিসার বলেন, জাতির পিতার দূরদর্শী পরিকল্পনায় এবং পরবর্তীতে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানাবিধ বাস্তবভিত্তিক পদক্ষেপে মৎস্যখাতের ব্যাপক উন্নতি ঘটেছে। মাছের উৎপাদন বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here