সিলেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে গবাদী পশুর এক ভয়ানক রোগ “লাম্পি স্কিন ডিজিজ” !!

সিলেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে গবাদী পশুর এক ভয়ানক রোগ "লাম্পি স্কিন ডিজিজ" !! ছবি-সংগ্রহ

সুপ্রভাত বগুড়া ডেস্ক: লাম্পি স্কিন ডিজিজ নামে গবাদী পশুর এক ভয়ানক রোগ ছড়িয়ে পড়েছে সিলেটে। প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। চিকিৎসাও কাজে আসছে না।

এখনই ব্যবস্থা না নিলে কোরবানীর ঈদে এর প্রভাব পড়ার শঙ্কা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম, উত্তরবঙ্গ ও ঢাকার পর গবাদী পশুর নতুন রোগ লাম্পি স্কিন ডিজিজ ছড়িয়ে পড়েছে সিলেটেও।

Pop Ads

এখন পর্যন্ত ১৫ হাজারের মতো পশু এ রোগে আক্রান্ত। এ নিয়ে চরম আতঙ্ক ভর করেছে সিলেটের খামারীদের মধ্যে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের সাহায্য না পাওয়ার অভিযোগ তাদের। পরিষ্কার পরিচ্ছন্নতা ও আক্রান্ত পশুকে আলাদা রাখার পরামর্শ ভেটেরিনারি চিকিৎসকদের। 

প্রতিষেধক হিসেবে প্রায় ১০ হাজার টিকা সরবরাহ করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। পশুর এ রোগ প্রতিরোধে গঠন করা হয়েছে তিন সদস্যের মেডিকেল টিম। 

এই রোগের সংক্রমণ ঠেকাতে প্রাণি সম্পদ অধিদপ্তরের আরো কার্যকর ভূমিকা চায় খামারিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here