স্পেস এক্স আরও এক সাফল্যের নজির রাখলো

স্পেস এক্স আরও এক সাফল্যের নজির রাখলো ছবি-সংগ্রহ

সুপ্রভাত বগুড়া (জ্ঞান-বিজ্ঞান): এলন মাস্কের বাণিজ্যিক ভিত্তিতে নির্মিত স্পেস এক্স আরও এক সাফল্যের নজির রাখলো।

যখন দুমাস ব্যাপী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মিশন শেষে কিরিউ ডারাগন’র ক্যাপসুল দুই জন নভোচারীকে নিয়ে গালফ অফ মেক্সিকোর সাগর জলে অবতরণ করলো। খবর ভয়েস অব আমেরিকা’র।

Pop Ads

আটলান্টিক কোস্ট বরাবর ধাবমান গ্রীস্মমন্ডলীয় ঝড়, ইসাইয়াস’র কক্ষপথ এড়িয়ে দুই নভোচারী রবার্ট বেনকেন এবং ডগলাস হারলি পশ্চিম ফ্লোরিডা উপকূলীয় সাগরে রোবাবর বিকেলে অবতরণ করেন।

২০১১ সালের পরে এটিই ছিল প্রথম বাণিজ্যিক মহাকাশ যানে চড়ে মহাকাশ পাড়ি দেয়া।

এ ধরণের মিশনের জন্য যুক্তরাষ্ট্রকে রাশিয়ার মহাকাশ যান, সয়ুজের ওপর মহাকাশ কেন্দ্রে যেতে বা মালামাল পরিবহন করতে নির্ভর করতে হতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here