স্মার্টফোনে ম্যাসেজের মাধ্যমে ফ্লুবোট স্প্যাম ছড়িয়ে পড়ছে, ফোন হ্যাক হবার সম্ভাবনা !!

স্মার্টফোনে ম্যাসেজের মাধ্যমে ফ্লুবোট স্প্যাম ছড়িয়ে পড়ছে, ফোন হ্যাক হবার সম্ভাবনা !! প্রতিকী-ছবি

সুপ্রভাত বগুড়া ( বিজ্ঞান ও প্রযুক্তি): স্মার্টফোনে ম্যাসেজের মাধ্যমে ফ্লুবোট নামের স্প্যাম ছড়ানো হচ্ছে। বিষয়টি নিশ্চিতে করেছে আর্ন্তজাতিক গণমাধ্যম বিবিসি। বিবিসি তাদের এক প্রতিবেদনে বলছে, একটি প্যাকেজ ডেলিভারি ফার্মের নামে মেসেজটি গ্রাহককের স্মার্টফোনে ইন্সটল করার কথা বলা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, স্প্যামটি ইন্সটল করলে ফোনের সংবেদনশীল তথ্যসহ ফোন থেকে ব্যাংকের তথ্যও নিতে পারবে হ্যাকাররা। নেটওয়ার্ক অপারেটর ভোডাফোন বলছে, নেটওয়ার্কে ফ্লুবোট স্প্যাম মেসেজটির হাজার হাজার কপি ইতিমধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে।

Pop Ads

কোম্পানির একজন মুখপাত্র বিবিসিকে বলেন, আমরা বিশ্বাস করি যে ফ্লুবোট ম্যালওয়্যার এসএমএস আক্রমণের বর্তমান তরঙ্গটি খুব দ্রুত মারাত্মক আকার ধারণ করবে এবং জনসচেতনতাই এর একমাত্র উপায়।এরই মধ্যে কেউ আক্রান্ত হলে ফোন রিসেটের পরামর্শ দেন এই মুখপাত্র।