মসজিদের নামাজ আদায়ের শর্ত শিথিলের পর জুমার নামাজে বায়তুল মোকাররমে মুসল্লির ঢল

সুপ্রভাত বগুড়া (ধর্ম ও জীবন): করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউন পরিস্থিতিতেও রাজধানীতে বাড়ছে মানুষের উপস্থিতি। সড়কে বেড়েছে যানবাহনের চাপ।

সকালে রাজধানীর কয়েকটি প্রবেশপথ গাবতলী, আব্দুল্লাহপুর ও বিভিন্নস্থান ঘুরে দেখা যায় এমন চিত্র। এদিকে মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা শিথিল করায় জুমার নামাজে ছিল মুসল্লিদের ভিড়।

Pop Ads

মসজিদের নামাজ আদায়ের শর্ত শিথিলের পর প্রথম জুমার নামাজ। আর তাই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে লম্বা লাইন। 

মসজিদে ঢোকার আগে চলছে জীবানুমুক্তকরণ। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন মুসল্লিরা। পরে নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে চলে জুমার নামাজ আদায়।

এদিকে রাজধানীর প্রবেশপথগুলোতে ছিলো ঢাকামুখী মানুষের ভিড়। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় ভেঙে ভেঙে ঢাকায় ফিরছেন অনেকে।

পথে পড়ছেন সেনাবাহিনী ও পুলিশের জিজ্ঞাসার মুখে। এই কদিনে রাজপথে বেড়েছে রিক্সা। ব্যক্তিগত বাহনও বাড়ছে প্রতিদিন।

তাই সবকিছুর মতো গণপরবিহনও চালু করার দাবি জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।ঢাকার বাজারগুলোতেও নেই সামাজিক দূরত্ব বজায় রাখার বালাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here