বগুড়ার শাজাহানপুরে মর্মান্তিক মহাসড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

বগুড়ার শাজাহানপুরে মর্মান্তিক মহাসড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত। ছবি-ওহাব

সপ্রভাত বগুড়া (আবদুল ওহাব (বগুড়া): বগুড়ার শাজাহানপুর ঢাকা-বগুড়া মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এতে ঘটনাস্থলে ৩ জন এবং আহত একজনকে মেডিকেল কলেজে নেয়ার পথে মারা যায়।

আজ শুক্রবার ২৬ ফেব্রæয়ারী ভোর ৬ টার দিকে বগুড়া ক্যান্টনমেন্ট চেক পোষ্টের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, শাজহানপুর উপজেলার বেতগাড়ি গ্রমের রমজান আলীর ছেলে বকুল খান এবং ধুনট উপজেলার আনারপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে শাহজামাল। বাকি দুই জনের নাম পরিচয় জানা যায়নি।

Pop Ads

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল হামিদ জানান, ভোর ৬ টার দিকে শাজাহানপুরের ক্যান্টনমেন্ট চেক পোষ্টের সামনে গাইবান্ধা থেকে ছেড়ে আসা শাওন পরিবহনটি সামনের ধীরগতি সম্পন্ন সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই সিএনজি চালক ও ৩ জন যাত্রী মারা যায়।

এছাড়া অপর একজনতে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এসময় মহাসড়কে প্রায় ১ কিলোমিটার এলাকা জুড়ে দুরপাল্লার পরিবহন আটকা পড়ে।

পুলিশ নিহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে।
স্থানীয়রা জানান, কিছুদিন যাবত আবারও মহাসড়কে সিএনজি ও ধীরগতি সম্পন্ন গাড়ি রিকসা ভ্যান অবাধে চলাচল করায় প্রায়ই মহাসড়কে দুর্ঘটনা ঘটছে।