এবার আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী চার শতাধিক, নেয়া হবে সাংগঠনিক ব্যবস্থা

এবার আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী চার শতাধিক, নেয়া হবে সাংগঠনিক ব্যবস্থা

দ্বাদশ সংসদ নির্বাচনে এবার আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী চার শতাধিক। এতে নির্বাচনী সহিংসতা বাড়তে পারে, এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে দলটির সিনিয়র নেতারা বলছেন, শিগগিরই সুষ্ঠু ফয়সালা হবে। আলাপ-আলোচনায় অনেকেই প্রার্থীতা প্রত্যাহার করে নেবেন। অন্যথায় নেয়া হবে সাংগঠনিক ব্যবস্থা।

নির্বাচনের মাঠে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে লড়াইয়ে প্রস্তুত দলের স্বতন্ত্র প্রার্থীরাও। ৩০০ আসনে চারশ’র বেশি স্বতন্ত্র প্রার্থীকে গণতন্ত্রের সৌন্দর্য বলছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের এবার তাই অন্যান্য প্রতিপক্ষের পাশাপাশি নিজের দলের বিরুদ্ধে লড়তে হবে। সিনিয়র নেতারা বলছেন, যারা স্বতন্ত্র প্রাথী হয়েছেন তাদের বিষয়ে দ্রুতই সুষ্ঠু সিদ্ধান্ত নেয়া হবে।

Pop Ads

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, “আমাদের অনেক যোগ্য নেতা ও জনপ্রিয় নেতা আছেন। সংবাদ মাধ্যমে দলের নেত্রীবৃন্দের কথা শুনে হয়তো অনেকে ঠিক মতো উপলব্ধি করতে পারেনি বা বুঝতে পারেননি। এ কারণে হয়তো অনেকে প্রার্থী হয়েছেন। এটা একটা ফয়সালা হয়ে যাবে, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পর দলের সিদ্ধান্তের বাইরে যারা প্রার্থী হয়েছেন তারা প্রত্যাহার করে নিবেন।”

স্বতন্ত্র প্রার্থীর এমন আধিক্যে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগ জড়িয়ে পড়বে না তো? এমন প্রশ্নে সিনিয়র নেতারা বলছেন, দলীয় শৃঙ্খলায় সবসময় আস্থা রাখে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে আমরা সর্বোচ্চ ত্যাগ করার জন্য প্রস্তুত রয়েছি। দলের কমান্ড ব্রেক করার কোনো সুযোগ নাই, যারা ইউনিটি ব্রেক করবেন তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।”

বাহাউদ্দিন নাছিম বলেন, “শান্তির সপক্ষে উচ্ছৃঙ্খলতা-নাশকতার বিপক্ষে অথবা দেশের মানুষের স্বার্থে বিপক্ষে যেখানেই যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরা রুখে দাঁড়াবে।” আওয়ামী লীগের নির্বাচনী ট্রেনে শরীক দলগুলোকে নেয়া হচ্ছে কিনা সে বিষয়েও শিগগিরই আসছে ফয়সালা।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “তাদের প্রত্যাশা অনুযায়ী চেষ্টা করা হবে যাতে সবাই উইন উইন পরিস্থিতি নিয়ে আমরা নির্বাচন করতে পারি।”