করোনার চেয়েও ভয়ঙ্কর রোগ ধেয়ে আসছে মানব জাতির দিকে !!

সুপ্রভাত বগুড়া (স্বাস্থ্য কনিকা): করোনা ভাইরাসের আক্রমণে হকবিহ্বল গোটা বিশ্ব। তবে, এটাই কি শেষ ? নাকি মানব সভ্যতার জন্য অপেক্ষা করছে আরও দু:সংবাদ ? সেই প্রশ্নের উত্তর খুজেছেন, মফিদুল তপু।

আরও বেশী ভালো থাকার, বিত্তবান হওয়ার সীমাহীন লোভের শিকার হয়ে মানুষ প্রকিনিয়ত নিংরে নিচ্ছে পৃখিবীর ঐশর্য্যভান্ডার। সেই লোভের বসে মানুষ যেন ভুলেই গেছে কোথায় গিয়ে থামতে হবে তাকে।

Pop Ads

মাত্র কৱদিন আগেও মানুষের হাতে পুড়েছে পৃথিবীর ফুসফুস আমাজান বন। আর আজ গোটা মানব সভ্যতা পালিয়ে বেড়াচ্ছে ফুসফুসের রোগ জীবনঘাতী করোনা ভাইরাসের ভয়ে।

বনোভূমী ও গাছপালা উজাড় হয়ে যাওয়ার কারণে বাড়ছে পৃখিবীর তাপমাত্রা! প্রতিনিয়ত গলছে মেরু অঞ্চল সহ উত্তর গোলার্ধের তুন্ডা, সাইবেরিয়া, আলাস্কা ও গ্রীনল্যান্ড অঞ্চলের বরফ।

প্রতিনিয়ত গলছে মেরু অঞ্চল সহ উত্তর গোলার্ধের তুন্ডা, সাইবেরিয়া, আলাস্কা ও গ্রীনল্যান্ড অঞ্চলের বরফ। -সুপ্রভাত বগুড়া

লক্ষ লক্ষ বছর ধরে জমাট বাধা এসব বরফের স্তরে স্তরে সংরক্ষিত হয়ে আছে পৃখিবীর ইতিহাস। নানা পরীক্ষা নীরীক্ষার মাধ্যমে সেই ইতিহাস ঘাটতে যেয়ে বিজ্ঞানীরা আবিষ্কার করেন জমাট বরফের এইসব স্তরে এখনও টিকে আছে আদিম সব ভাইরাস, ব্যাকটেরিয়া সহ বিভিন্ন রোগ বালাইয়ের জীবানু।

যার সঙ্গে পরিচিত নয় আধুনিক যুগের মানুষের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা। ২০১৬ সালে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে হঠাত করেই ছড়িয়ে পড়েছিলো এ্যানথ্রাকস রোগ। ১২ বছর বয়সের ১ শিমুর মৃত্যু এবং ৯০ জন আক্রন্ত হওয়ার কারণ খুজতে যেয়ে,

বিজ্ঞানীরা নিশ্চিত হন ৭৫ বছর আগে মারা যাওয়া একটি বলগা হরিণ থেকে রোগটি ছড়িয়েছে। উষ্ণ আবহাওয়ায় বরফায়িত মাটি বা বামাফ্রস্ট গলে ছড়িয়ে পড়েছিলো সেই এ্যানথ্রাকস।

উষ্ণ আবহাওয়ায় বরফায়িত মাটি বা বামাফ্রস্ট গলে ছড়িয়ে পড়া সেই এ্যানথ্রাকস। -সুপ্রভাত বগুড়া

এরপর আরও বিষদ গবেষণা করতে যেয়ে বিজ্ঞানীরা আবিষ্কার করেন, মহামারী ছড়াতে সক্ষম নানা রকম জীবন্ত সুপার ভাইরাস ও ব্যাকটেরিয়ার। যেগুলো আদর্শ পরিবেশ অর্থ্যাৎ, আরেকটু উষ্ণতা পাওয়ার সঙ্গে সঙ্গে ছড়াতে শুরু করবে প্রকৃতিতে।

মরণঘাতি এই ভাইরানগুলো উষ্ণতা পাওয়ার সঙ্গে সঙ্গে ছড়াতে শুরু করবে প্রকৃতিতে। -সুপ্রভাত বগুড়া

অধ্যাপক ড. জন, মাইকেল ক্ল্যাভেরী বলেন, “আমরা প্রথম বারের চেষ্টাকেই ৩০ হাজার বছরের পুরোনো সুপার ভাইরাসকে জাগিয়ে তুলতে পেরছি। সেটা প্রাথমিক ভাবেই এ্যামিবাকে সংক্রমণ করতে পেরেছে। কিন্তু, আমরা আসলে জানিনা! বামাফ্রস্টের ভেতরে আরও কি ধরনের জীবানু লুকিয়ে আছে। এটা বলা বা অনুমান করাও সম্ভব না।”

সেই দু:সময়ের জন্য কতটা প্রস্তুত মানব সভ্যতা ? করোনা ভাইরাস কি তবে সেই শুরুর ইংগীত!

ভিডিও:

সূত্র: এটিএন (প্রতিবেদন)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here