করোনার সাথে যুদ্ধ করছেন অধ্যক্ষ আবু জাফর, সুস্থতা কামনায় দোয়া প্রার্থী

করোনার সাথে যুদ্ধ করছেন অধ্যক্ষ আবু জাফর, সুস্থতা কামনায় দোয়া প্রার্থী। ছবি-ওহাব

সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি): দীর্ঘ এক মাস যাবত করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করছেন বগুড়া শাজাহানপুর উপজেলা কমিউিনিটি পুলিশিং কমিটির সভাপতি, রাণীরহাট কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, ও বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক মোঃ আবু জাফর।

দীর্ঘদিন বগুড়া টিএমএসএস হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নেয়ার পর ১ আগষ্ট ঈদুল আজহার দিন তাকে নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Pop Ads

মঙ্গলবার ৪ আগষ্ট তার ভাই মোঃ রেজাউল করিম ঠান্ডু ও পরিবারের লোকজন এ তথ্য নিশ্চিত করেন।
তারা জানান, ১ মাস পুর্বে তার কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করা হয়। ঐ পরীক্ষায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পজেটিভ রিপোর্ট আসলে অধ্যক্ষ আবু জাফরকে বগুড়া টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়।

সে থেকে তিনি ঐ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। কয়েকদিন আগে তার অবস্থার একটু উন্নতি হলে ১ আগষ্ট ঈদুল আজহার দিন তাকে নিজ বাড়িতে আনা হয় এবং তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ ছাড়া অধ্যক্ষ আবু জাফর বেশ কিছু দিন ধরে জ্বর ও সর্দি কাশিতে ভুগছিলেন।

এমতাবস্থায় তার রোগমুক্তি কামনায় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাংখী ও সাধারন জনগনের কাছে তিনি দোওয়া প্রার্থনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here