সাবেক সেনা কর্মকর্তা (মেজর) সিনহা’র মৃত্যু ঘটনায় বিবৃতি দিয়েছেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল

সাবেক সেনা কর্মকর্তা (মেজর) সিনহা'র মৃত্যু ঘটনায় বিবৃতি দিয়েছেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল। ছবি-সংগৃহীত

সুপ্রভাত বগুড়া (জাতীয়): সাবেক সেনা কর্মকর্তা (মেজর) সিনহা রাশেদের মৃত্যুর ঘটনায় বিবৃতি দিয়েছেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (০৩ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরে গণমাধ্যমে বিবৃতিটি পাঠানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘পবিত্র ঈদের রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে পুলিশ-তল্লাশি চেকপোস্টে পুলিশ কর্তৃক গুলিবিদ্ধ হয়ে সাবেক সেনা কর্মকর্তা (মেজর) সিনহা রাশেদ এর অকাল মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা ব্যক্ত করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’

Pop Ads

‘সকল নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্ত বর্তমান সরকারের আমলে গত এক দশকে নাগরিকের এই মৌলিক অধিকার নিশ্চিতে রাষ্ট্র লাগাতারভাবে নিস্ক্রিয়তা ও ব্যার্থতার পরিচয় দিয়ে চলছে।

মানবাধিকার সংগঠন সমূহের হিসেবে র‌্যাব ও পুলিশের হাতে ইতিমধ্যেই কয়েক হাজার লোকের এ ধরনের মৃত্যু ও তার সরকারি যান্ত্রিক-বিবৃতি ইতিমধ্যেই জনমনে একটি রাষ্ট্রীয়-মিথ্যাচার বলে প্রতিষ্ঠিত হয়েছে। সর্বশেষ গত শুক্রবার সাবেক সেনা কর্মকর্তার এই অকাল নির্মম মৃত্যুর ঘটনাও তাই দেশবাসীকে আবারও ক্ষুব্ধ করেছে।’

এ ঘটনায় বিএনপি মহাসচিব বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায় প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়ে বলেন, ‘বিএনপি বিচার বহির্ভূত হত্যাকান্ড, গুম, খুন, এবং অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানোর জন্য জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।

সে প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজে জনগনকে সাথে নিয়ে বিএনপি তার যথাযথ ভূমিকা পালন করে চলবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here