করোনা কালীন সময়ে বিভিন্ন জাতের গরু পালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন আকতার সদ্দার

করোনা কালীন সময়ে বিভিন্ন জাতের গরু পালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন আকতার সদ্দার। ছবি-মিথুন কর্মকার

সুপ্রভাত বগুড়া (মিথুন কুমার কর্মকার): মাগুরা শালিখা থানার শতখালী গ্রামের বাসিন্দা আকতার সদ্দার। করোনা কালীন সময়ে স্বপ্ন দেখছেন বিভিন্ন জাতের গরু পালন করে স্বাবলম্বী হওয়ার।

তিনি জানান, গরু পালনের জন্য অস্ট্রলিয়া জাতের গাভী, পাকিস্তানি জাতের ও দেশী জাতের ষাড় দিয়ে তিনি খামারটি শুরু করেছেন।

Pop Ads

তিনি আরো জানান গাভী থেকে প্রতিদিন ১২ থেকে ১৫ লিটার দুধ পান যা পরিবারের চাহিদা মিটিয়েও বাজারে দুধ বিক্রয় করে টাকা আয় করছেন। বেশি দুধের জন্য এবং ভালো মাংশ পেতে তিনি প্রতিদিন গরুর খাবার হিসেবে শুকনা খড়, কাচা ঘাস, খৈল, ভুসি মিশ্রিত খাবার খাওয়ান।

তিনি আশা করেন, এ বছর গাভীর বাছুর থেকে ও ষাড় বিক্রয়ের মাধ্যমে আয় বাড়বে। তবে গরু পালনের জন্য তিনি একটু চিন্তিত কারণ গরুর খাবারের মূল্য করোনা কালীন সময়ে দিন দিন বেড়ে যাচ্ছে।

আকতার সদ্দার জানান সরকারি প্রণোদোনা বা ঋণ পেলে করোনাকালীন সময়েও খামারটি আরো বড় করতে চান। তিনি বেকারদের উদ্দেশ্যে বলেন সফল উদ্যোগ এবং প্রশিক্ষণের মাধ্যমে গরু পালন লাভ জনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here