গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু ৩৭জন; নতুন আক্রন্ত ৩ হাজার ১৮৭ !!

সুপ্রভাত বগুড়া (জাতীয়): করোনাভাইরাস মোকাবিলায় তিনটি পদ্ধতি সমানভাবে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আজ বৃহস্পতিবার (১১ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে একথা জানান তিনি। স্বাস্থ্য নিয়মগুলো সঠিকভাবে মেনে চলার আহ্বান জানিয়ে নাসিমা সুলতানা বলেন, মাস্ক পরিধান করি, বাসার বাইরে অবশ্যই সবাই মাস্ক ব্যবহার করবো।

Pop Ads

সামাজিক দূরত্ব বজায় রেখে চলি। বারবার সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে নেই। করোনাভাইরাস মোকাবিলায় এই তিনটি পদ্ধতি সমানভাবে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এগুলো অভ্যাসে পরিণত করলেই করোনাভাইরাস প্রতিরোধ করতে পারবো।

কাজেই এই অদেখা শত্রুর সঙ্গে মোকাবিলার জন্য যে অস্ত্রগুলোর কথা বারবার বলা হয়, আমরা প্রত্যেকে সেই অস্ত্রগুলো যদি সঠিকভাবে ব্যবহার করি তাহলে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে পারবো।

এদিকে দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৪৯ জনে।

এ সময়ে নতুন করে আরও ৩ হাজার ১৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৮ হাজার ৫২ জনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here