বগুড়ার শাজাহানপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরন

গুড়ার শাজাহানপুরে সেনাবাহিনীর শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরন। ছবি-ওহাব

সুপ্রভাত বগুড়া (আবদুল ওহাব শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে সমাজের অসহায়, হত দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার ৩ জানুয়ারি বগুড়া ১১ পদাতিক ডিভিশনের ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মোঃ রেজাউল করিম এসব শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরেও সেনাবাহীনি সারাদেশে অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করছে।

Pop Ads

দেশের বিভিন্ জেলায় এ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে ১১ পদাতিক ডিভিশনের ২৬ পদাতিক ব্রিগেডের পরিচালনায় এডহক ১৭ প্যারা পদাতিক ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সাত শতাধিক শীতার্ত জনগনের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কালে অন্যান্য অফিসার ও সেনা সদস্যগণ উপস্থিত ছিলেন। এদিকে শীতের তীব্রতা ও করোনার এ দুর্যোগকালীন সময়ে সেনাবাহীনির শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী পেয়ে হাসিমুখে বাড়ি ফিরেন সমাজের অসহায় ও ছিন্নমুল মানুষ।