গোবিন্দগঞ্জে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উদ্দ্যোগেও মজিব শতবার্ষিকী আলোচনা সভা ও বৃক্ষরোপন

সুপ্রভাত বগুড়া (শামছুজ্জামান গোবিন্দগঞ্জ প্রতিনিধি):  গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উদ্দ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়। গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গাইবান্ধা-৪, গোবিন্দগঞ্জের সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় “মুজিব বর্ষের অঙ্গীকার, তিনটি করে গাছ লাগান” শ্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপনের মাধ্যমে মুজিব জন্ম শতবার্ষিকী উদযাপনের উদ্বোধন করেন।

উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নে বালুভরা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩.০০ টায় কার্যক্রম শুরু হয়ে রাত ৮.০০পর্যন্ত বিরতিহীন ভাবে চলে। এরপর আলোচনা সভায় গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক মোঃ তারিক রিফাতের সভাপতিত্বে ও সদস্য সচিব ধারাভাষ্যকার মোঃ রবিউল ইসলাম এর সঞ্চালনায় প্রধানবক্তা হিসাবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোঃ জাকারিয়া ইসলাম জুয়েল প্রধান।

Pop Ads

বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার মোঃ আব্দুর রহমান মাষ্টার, মোঃ মুকিতুর রহমান রাফি, মোঃ মোস্তাফিজুর রহমান নজমু ও গাইবান্ধা জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নুরুল আমিন পাপলু।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গাইবান্ধা -৪ গোবিন্দগঞ্জের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ ও গোবিন্দগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি ও শাপমারা ইউ পি চেয়ারম্যান মোঃ শাকিল আকন্দ (বুলবুল)। আমন্ত্রিত অতিথী হিসাবে আলোচনা সভায় অংশগ্রহণ করেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীগের সকল কর্মিদৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here