চট্টগ্রাম বন্দর বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় ছয় ধাপ এগিয়ে

চট্টগ্রাম বন্দর বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় ছয় ধাপ এগিয়ে । ছবি-সংগৃহীত

সুপ্রভাত বগুড়া (ব্যবসা-বাণিজ্য): বিশ্বব্যাপী কনটেইনার পরিবহনে ব্যস্ততম বন্দরের তালিকায় ৬ ধাপ এগিয়েছে চট্টগ্রাম বন্দর। আন্তর্জাতিক সংবাদমাধ্যম লয়েডস লিস্টের তথ্যানুযায়ী, দেশের প্রধান সমুদ্রবন্দরটি গত ১০ বছরে ৩০ ধাপ এগিয়েছে।

বন্দরের সক্ষমতা বাড়াতে, অবকাঠামো উন্নয়নের আহ্বান ব্যবহারকারীদের। বিশ্বব্যাপী কনটেইনার বন্দর ব্যবস্থাপনার অভিজাত একশ বন্দরের তালিকা দিয়ে তৈরি হয় লয়েড’স লিস্ট। চট্টগ্রাম সমুদ্রবন্দর অভিজাত এই বন্দরের তালিকায় প্রথম ওঠে ২০০৯ সালে।

Pop Ads

সে সময় বাংলাদেশের অবস্থান ছিলো ৯৮তম। গেল বছরের কন্টেইনার পরিবহন বিবেচনায় এর অবস্থান ৫৮তম। বন্দর কর্তৃপক্ষ জানায়, সক্ষমতার সবটুকু দিয়েই কাজ করছে তারা। এদিকে, বন্দরের অগ্রগতি নিয়ে নানা মত আছে ব্যবহারকারীদের।

বিশেষ করে কন্টেইনার জট কমাতে এবং বন্দরের আরো উন্নতির জন্য পরিকল্পনা নেয়ার আহ্বান তাদের।
বন্দর ব্যবহারকারীরা জানায়, দীর্ঘ মেয়াদে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চাপ সামাল দিতে বে-টার্মিনাল, মাতারবাড়ি বন্দর ও পতেঙ্গা টার্মিনাল চালু করাও জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here