টাঙ্গাইলের ঘাটাইলে স্বপ্নের সেতু থেকে লাফ দিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজের পর লাশ উদ্ধার!

টাঙ্গাইলের ঘাটাইলে স্বপ্নের সেতু থেকে লাফ দিয়ে দুই শিক্ষার্থী নিখোঁজের পর লাশ উদ্ধার! ছবি-আ: হামিদ

সুপ্রভাত বগুড়া (আ: হামিদ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি): টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার পার্শবর্তী ঘাটাইল উপজেলার নব গঠিত সংগ্রামপুর ইউনিয়নের বংশাই নদীর উপর নির্মিত স্বপ্নের সেতু থেকে লাফ দিয়ে দুইজন শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটে।

ঐদিনই একজনকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৩ঘন্টা চেষ্টার পর মৃত উদ্ধার করলেও অপরজন ছনখোলা গ্রামের আব্দুর রহমান খানের ছেলে ফারুক খান (২০) কে অনেক খোঁজাখুজি করেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করতে পারেনি।

Pop Ads

পরে বাধ্য হয়ে ভিগটিম উদ্ধার কার্ষক্রম ৭ই জুন রবিবার সন্ধ্যায় স্থগিত করেন। পরের দিন ৮ই জুন সোমবার সকাল ১০টা ৩০ মিনিটের সময় প্রায় উক্ত ঘটনাস্থল থেকেই কাঁদা মাখা ফারুকের লাশ নদীর তলদেশ থেকে ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন নদী থেকে তুলে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

এই মর্মান্তিক লোমহর্ষক ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন- মুলত আব্দুল্লাহ ও ফারুক দুইজনই সাতার কম জানার কারনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

প্রথমে আব্দুল্লাহ সেতুর উপর থেকে নদীতে লাফ দিয়ে যখন তলিয়ে যাচ্ছিল তখন ফারুক উদ্ধার করতে কাছে গেলে আব্দুল্লাহ জীবন রক্ষার্থে পানির নীচ থেকে ফারুকের পা আঁকড়ে ধরে। যার ফলে দুজনই নদীর তলদেশে চলে যায় এবং মৃত্যুবরণ করেন বলে ধারণা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here