করোনার কারণে এবছরের হজ্ব বাতিল করে দিয়েছে ইন্দোনেশিয়া !

সুপ্রভাত বগুড়া (আন্তর্জাতিক): বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের উদ্বেগ থেকে ইন্দোনেশিয়া এবছরের হজ বাতিল করে দিয়েছে।

ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রী এক টিভি ভাষণে বলেছেন: “সরকার ২০২০এর হজ বাতিল করে দেবার সিদ্ধান্ত নিয়েছে।

Pop Ads

আমাদের জন্য এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল এবং আমরা জানি বহু মানুষ এই সিদ্ধান্তে মর্মাহত হবেন।”

ইন্দোনেশিয়া থেকে লক্ষ লক্ষ মুসলিম প্রতি বছর পবিত্র হজ পালন করতে মক্কা ও মদিনায় যান।

সৌদি কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছিল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হজ এবং ওমরাহ স্থগিত থাকেছে।

কিন্তু এই স্থগিতাদেশ যদি প্রত্যাহারও করা হয়, ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে এবছরের হজের প্রস্তুতির জন্য তারা যথেষ্ট সময় পা্বেন না। হজের জন্য যে কোটা পদ্ধতি আছে তাতে অপেক্ষার সময়কাল বিশ বছর।

এই কোটায় এবছর ইন্দোনেশিয়া থেকে দুই লাখের বেশি মানুষ হজ করতে যেতে পারতেন। ইন্দোনেশিয়ায় করোনা ভাইরাসে নিশ্চিতভাবে আক্রান্তের সংখ্যা ১,৬০০র বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here