তিন পৌরসভার নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট

তিন পৌরসভার নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট

সুপ্রভাত বগুড়া (জাতীয়): তিন পৌরসভার নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সেগুলো হলো—যশোর পৌরসভা, মুন্সিগঞ্জের মীর কাদিম পৌরসভা ও জয়পুরহাটের কালাই পৌরসভা।

পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

Pop Ads

মুন্সিগঞ্জের মীর কাদিম ও জয়পুরহাটের কালাই পৌরসভায় চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল। এছাড়া যশোর সদর পৌরসভায় পঞ্চম ধাপে ২৮ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল।

কিন্তু কোনো এলাকার কিছু ভোটরকে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়নি আবার কোনো এলাকা ভোটার তালিকা থেকে বাদ পড়েছে-এমন যুক্তি তুলে দরে রিট করেন স্থানীয়রা।

এসব রিটের শুনানি নিয়ে ভোট স্থগিত করে রুল জারি করেন বলে দৈনিক আমাদের সময়কে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।