ধামইরহাটে মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সুপ্রভাত বগুড়া (ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

জানা গেছে,উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত চন্ডীপুর গ্রামের মুক্তিযোদ্ধা আলহাজ্ব মহিউদ্দীন আহমেদ (৭৩) গত শনিবার দুপুরে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—-রাজেউন)।

Pop Ads

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল রবিবার সকাল ১০টায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি চন্ডীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে চাকুরী শেষে অবসর গ্রহণ করেন।

এছাড়া বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে তিনি জড়িত ছিলেন। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো.আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার গণপতি রায়,ধামইরহাট থানার অফিসার ইনচার্জ শামীম হাসান সরদার,

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান হোসেন,মু্িক্তযোদ্ধা অফির উদ্দিন,আলহাজ্ব মোজাম্মেল হক, জাহিরুল ইসলাম,মোকছেদ হোসেন প্রমুখ। জানাযায় বিপুল সংখ্যক মুসল্লি অংশ গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here