ধামরাইয়ে গর্ভবতী মায়েদের জন্য সেনাবাহিনীর স্বাস্থ্য সেবা ক্যাম্প

ধামরাইয়ে গর্ভবতী মায়েদের জন্য সেনাবাহিনীর স্বাস্থ্য সেবা ক্যাম্প। ছবি-মিজানুর রহমান
সুপ্রভাত বগুড়া (মিজানুর রহমান (ধামরাই) ঢাকা (প্রতিনিধি): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান, বাংলাদেশ সেনাবাহিনীর দিক নির্দেশনায় এরিয়া সদর দপ্তর সাভার এবং ৯ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায়, ৩ ফিল্ড রেজিমেন্টে আর্টিলারির তত্ত্বাবধানে ধামরাই উপজেলার বাইসাকান্দা ইউনিয়নের আবুল বাশার কৃষি কলেজ প্রাঙ্গনে বিনামূল্যে অন্তঃসত্ত্বা মায়েদের স্বাস্থ্য সেবা দেয়ার উদ্দেশ্যে মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আজ রোববার সকাল থেকে দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে অন্তঃসত্ত্বাদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। এই মাতৃকালীন চিকিৎসা সেবা সেনাবাহিনীর দক্ষ ও বিশেষজ্ঞ নারী চিকিৎসকদের দিয়ে পরিচালিত হয়। এই করোনাকালীন প্রসূতি মায়েরা যাতে সহজেই চিকিৎসা সেবা পেতে পারে সেই উদ্দেশ্য এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়।
এছাড়া ও এই ক্যাম্পে অন্তঃসত্ত্বা মায়েদের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিনামূল্যে দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেঃ কর্নেল আরিফ আহমেদ চিশতী, এবং ১১ ফিল্ড এম্বুলেন্স এর অধিনায়ক লেঃ কর্নেল ফখরুল আলম, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হক,
ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা, বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান মাসুদ রানা প্রমুখ। ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেঃ কর্নেল আরিফ আহমেদ চিশতী জানান, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here